মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় এক ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ বাইক আরোহীর বিরুদ্ধে,ভিডিও ভাইরাল।।

0
250

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধর করার অভিযোগ উঠল এক বাইক চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন কুইকোটা এলাকায়। এইদিন সকালে বিডিও অফিস যাওয়ার রাস্তায় ডিউটি করছিল দীপক মহাত ও জগজিৎ সিং নামে দুই ট্রাফিক পুলিশ। হটাৎ করেই ওই বাইক চালক এসে তাদের বলে রাস্তায় দাঁড়িয়ে না থেকে বিডিও অফিসের সামনে ভিড় সরাতে যেতে। এরা যেতে রাজি না হওয়ায় বচসা শুরু হয়ে যায়। এরপরেই দেখা যায় ওই বাইক চালক চড়াও হয় ট্রাফিক পুলিশের উপর।রীতিমত চড় মারতে দেখা যায়।ট্রাফিক পুলিশের দাবি ওই বাইক চালক নিজেকে সিআইএসএফ বলে পরিচয় দিয়েছিল। পরে স্থানীয়রা ট্রাফিক পুলিশদের ওই বাইক চালকের হাত থেকে উদ্ধার করে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার জন্য ওই বাইক চালককে গ্রেফতার করে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। জানা গেছে ওই যুবকের নাম জয় সিংহ। সিআইএসএফ এ কনস্টেবল পদে কর্মরত।বাড়ি মেদিনীপুর শহরের গোলাপিচক এলাকায়।