রাত সাড়ে বারোটা। কালবৈশাখী ঝড়ের তান্ডবে ভেঙে যাওয়া বড় বড় গাছ সরানোর কাজে হাত লাগালেন অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগ।

0
244

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রচন্ডে গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখিরও।গতকাল শনিবার সূর্য অস্ত যাওয়ার কয়েকমিনিট আগে থেকেই শুরু হয়ে যায় কালবৈশাখীর তান্ডব।ঝড়ের তান্ডবে একের পর এক বড় বড় গাছ উপরে পড়ে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায়। ঘড়িতে তখন সন্ধ্যা ছটা।বাঁকুড়া জেলার বিষ্ণুপুর রাধানগর আউট পোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগ ছুটলেন কালবৈশাখীর ঝড়ে রাস্তার উপর উপড়ে পড়ে যাওয়া বড় বড় গাছ সরাতে। সন্ধ্যা ছটা থেকে শুরু করে রাত সাড়ে বারোটা পর্যন্ত রাস্তার উপর পড়ে থাকা একের পর এক বড় বড় গাছ সরিয়ে যাচ্ছেন রাধানগর আউট পোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগের নেতৃত্বে পুলিশবাহিনী।