জেলাজুড়ে বেড়ে চলা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে এসপি জলপাইগুড়ির কাছে স্মারকলিপি প্রদান ।

0
309

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলাজুড়ে বেড়ে চলা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে এসপি জলপাইগুড়ির কাছে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট। সোমবার দুপুরে জেলা বামফ্রন্টের তরফে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি তেও ধর্ষণ নারী নির্যাতন এর ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের নাম। আর এতেই নিষ্ক্রিয় ভূমিকা নিচ্ছে পুলিশ প্রশাসন ময়নাগুড়ি নাবালিকা উপর শারীরিক নির্যাতনের ঘটনায় যদি পুলিশ সঠিক সময় ব্যবস্থা নিত তাহলে ওই ছাত্রীকে আত্মহত্যার পথ বেছে নিতে হতো না। বেলাকোবার নির্যাতিতা কিশোরীর ওপর আক্রমণ কারী অপরাধী কে পুলিশ বাড়ির লোক কোথায় আছে বলে দেওয়া সত্ত্বেও ধরতে পারেনি। ময়নাগুড়ি কিশোরীর মৃত্যুদিনে ময়নাগুড়ির পেটকাটি তে আরেক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকার ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে জড়িয়ে আছে শাসকদল ঘনিষ্ঠদের নাম। আমরা চাই মা বোনেদের নিরাপত্তা দিক পুলিশ প্রশাসন ধর্ষক অপরাধীরা যেন এ সরকারকে নিজেদের সরকার মনে না করে তার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। পুলিশ সুপারের দপ্তরে এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের পক্ষে পীযূষ মিশ্র কৌশিক ভট্টাচার্য্য ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায় আর এস পি নেতা পরিতোষ ঘোষ প্রকাশ রায় সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।