ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতি, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

0
297

নিজস্ব সংবাদদাতা ,ঝাড়গ্রাম:-  সোমবার সকাল থেকে খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে দাঁতাল হাতি। যার ফলে ঝাড়্গ্রাম জেলা জুড়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । সোমবার ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায় দাঁতাল হাতি। যার ফলে কোথাও যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। কোথায় আবার শিশুদের খেলাধুলার জায়গায় ঢুকে পড়ে হাতি ।আবার ফুটবল খেলার মাঠে ঢুকে পড়ে দাঁতাল হাতি। যার ফলে মাঠে বল ফেলে ছুটে পালায় মাঠে খেলতে থাকা খেলোয়াড়রা । সেই সঙ্গে মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে হাতি। ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কের গড় শালবনি এলাকায় রাস্তার উপর চলে আসে দাঁতাল হাতি। যার ফলে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।এছাড়াও ওই এলাকায় থাকা বিকাশ ভারতী চিল্ড্রেন হোমে হাতি ঢুকে পড়ে ,যার ফলে শিশুরা খেলাধূলা করতেও ভয় পায় ।সেইসঙ্গে ঝাড়গ্রামের জারুলিয়া, নেদাবহড়া, পুকুরিয়া সহ বিস্তীর্ণ এলাকায় খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে হাতি। প্রচণ্ড গরমে মানুষ যেখানে অসস্তি বোধ করছে সেই সময় জঙ্গল ছেড়ে গ্রামে হাতি চলে আসায় দুশ্চিন্তার ভাঁজ কপালে পড়েছে গ্রামবাসীদের। এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, জামবনি, লালগড় সহ বিভিন্ন এলাকায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। বন দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে । তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা।