বাঁকুড়ায় নেশা মুক্তির নতুন দিগন্ত পরিবর্তন ফাউন্ডেশন ।

0
248

সুদীপ সেন, বাঁকুড়া:  নেশা গ্রস্ত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে সারা পৃথিবীতে নানা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।

অনেক কেন্দ্র সুনামের সাথে কাজ করে এই মহৎ কাজের মাধ্যমে সমাজ সেবার কাজ করে যাচ্ছে।

সেরকম ই কাজের অঙ্গীকার নিয়ে ,সুস্থ সমাজের লক্ষ্যে সমাজ সেবার আদর্শ নিয়ে কাজ শুরু করলো বাঁকুড়া পরিবর্তন ফাউন্ডেশন।

নেশা গ্রস্ত পরিবার গুলির দুরাবস্থার কথা চিন্তা করে তাদের একটা সুস্থ , সুশৃঙ্খল পরিবার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের পথ চলা বলে জানালেন ফাউন্ডেশনের দুই কর্ণধার সর্বজিৎ সেন এবং কৃষ্ণপ্রিয় ব্যানার্জী।

বিভিন্ন ক্লাস, নিবিড় কাজ কর্ম, কাউন্সিলিং, যোগা, মেডিটেশন প্রভৃতির মাধ্যমে একজন নেশাগ্রস্ত মানুষকে নেশা মুক্তি ঘটিয়ে তাঁরা সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার মতো সামাজিক কাজ করছেন বলে এই সংস্থার অন্যতম কর্ণধার সর্বজিত সেন জানান।

তাঁদের আশা বাঁকুড়া জেলার বুকে এই সংস্থা বিশেষ ভাবে প্রভাব ফেলবে ও সফল হবে।

তাঁরা তাঁদের যোগাযোগ নাম্বার জানান___ 6294576725 এবং
7865878311