রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বর্জ্য,দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে  পৌর নাগরিকদের।

0
280

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বর্জ্য,দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে  পৌর নাগরিকদের।
পৌর ভোট  হয়েছে সেই সংবাদ পচে গেছে, তবে আজ পর্যন্ত  বোর্ড গঠন হয়নি, বর্জ্যের দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে এলাকাবাসীদের, খোদ তৃণমূল কাউন্সিলরের গলায় আক্ষেপের সুর।

জলপাইগুড়ি পৌরসভা ভোট যদিও এবার ই প্রথম নানান বেনিয়োমের অভিযোগকে সঙ্গী করে সমাপ্ত হয়েছে তাও তিন মাস হলো,যদিও আজও একটি ওয়ার্ডের নির্বাচন আদালতে বিচারাধীন।
তবে বিভিন্ন পৌর পরিষেবা পেতে সব থেকে বড় দুর্ভোগের শিকার হচ্ছেন পৌর নাগরিকদের একটি বড় অংশ, কারণ আজ পর্যন্ত পূর্ণাঙ্গ বোর্ড ই গঠন হয়নি ২৫ আসন বিশিষ্ঠ জলপাইগুড়ি পৌরসভার।
পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে না পারায় পৌর পরিষেবার বিভিন্ন বিভাগের দায়িত্ব যেমন বন্টন করা যায় নি শাসক দলের কাউন্সিলরদের মধ্যে ,ঠিক তার পাশাপাশি বোর্ড মিটিং না হবার কারণে নোবিকরণ করা হচ্ছে না বেসরকারি সংস্থা কে দিয়ে করানো পৌর পরিষেবার মেয়াদ শেষ হয়ে যাওয়া ঠিকাদারি ব্যাবস্থার পাশাপাশি বকেয়া বিল মেটানো। আর এই সব জটিলতার মধ্যে পরে  ভুগছেন ভোটদাতা  সাধারণ নাগরিকেরা।
উলেখ্য,  বিগত কয়েক বছর থেকেই জলপাইগুড়ি পৌরসভার নিজেস্ব পরিকাঠামোর অভাবে জঞ্জাল সাফাই এর কাজ ঠিকাদারি প্রথায় একটি সংস্থা দ্বারা পরিচালিত হয়ে আসছে।
সম্প্রতি এই জঞ্জাল নিয়েই প্রাণ ওষ্ঠাগত বারো নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকদের।
এলাকায় দীর্ঘ সময় ধরে জমে থাকা নানান বর্জ্য পদার্থ পচে একদিকে যেমন দূষণ ছড়াচ্ছে তার সাথে পচা দুর্গন্ধে ঘরের জানালা খোলাই দায় বলে অভিযোগ উঠেছে পৌর নাগরিকদের মধ্যে থেকে। ( বাইট —-1, এলাকাবাসী).।
সব কিছু জেনে বুঝেও তিনি যে কার্যত অপারক ,তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ওয়ার্ডের জনপ্রিয় তৃণমূল কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন,
নাগরিকদের করা অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে তিনি বলেন, যে ঠিকাদারি সংস্থার মাধ্যমে শহরে বর্জ্য পরিষ্কার করা হয়ে থাকে একদিকে যেমন তাদের প্রাপ্য বিল বকেয়া রয়েছে,এবং মেয়াদ সম্পন্ন হয়েছে কাজের তার পাশাপাশি পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড আজ পর্যন্ত গঠন করতে না পারার কারণে নতুন করে সাফাই কাজে কোনো সংস্থাকে নিযুক্ত ও করা সম্ভব হচ্ছে না, যার ফলে খুব অল্প পরিকাঠামো দিয়েই ২৫ টি ওয়ার্ডের সাফ সাফাইয়ের কাজ চালিয়ে যেতে হচ্ছে, এই কারণে বিভিন্ন এলাকায় বর্জ্য পদার্থ রাস্তার পাশে জমে যাচ্ছে এবং পরিবেশ দূষণ সহ এলাকা বাসীদের বসবাসের সমস্যা হচ্ছে।