নিজস্ব সংবাদদাতা, মালদা: –পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির কারণে বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, সবজি সহ নানান উপকরণের দাম নিয়ে কালোবাজারি করা হচ্ছে কিনা, সে ব্যাপারে তদারকি চালানো রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা।বেশ কয়এক দিন থেকে তদারকি চালাছেন এমনি ছবি ধরাপরলো সোমবার সকালে মালদা শহরের বেশ কয়েকটি বাজারে পরিদর্শন করেন রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি প্রতিনিধিদল । ঈদের প্রাকমুহুর্তে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেচাকেনায় বিক্রেতারা কি রকম দর ক্রেতাদের কাছ থেকে নিচ্ছেন। এছাড়াও কোনরকম খাদ্য সামগ্রী নিয়ে কালোবাজারি করা হচ্ছে কি না, সেইসব বিষয় এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা খতিয়ে দেখেন। তবে মালদায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে কোথাও কোনো রকম কালোবাজারি হচ্ছে না বলে জানিয়েছেন তদারকিতে আশা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা ।