জলপাইগুড়ির হয়ে বড় সাফল্য আনল অনির্বান।

0
473

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বলথ্রো তে প্রথম স্থানের অধিকারী হয় সে। ৭০ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা — 2022, এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা দলের হয়ে ৮ জন অনুর্ধ ১৪ বছর এর ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি জেলা রাজ্যে দ্বিতীয় স্থান পেয়েছে।
এই দলের সদস্য নীলকান্ত পাল হাইস্কুলের ছাত্র অনির্বান অধিকারী ব্যক্তিগত ইভেন্ট বল থ্রো তে প্রথম ও ট্রায়াথলনে প্রথম স্থান পেয়ে রাজ্যের সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছে। সে প্রতিদিন তার প্রশিক্ষক রাজীব ভট্টাচার্য এর কাছে অনুশীলন করে। ২-৩ ঘন্টা প্রতিদিন অনুশীলন করে সে।
Performance —-
Individual Ball throw – 1st
ট্রায়াথনে প্রথম স্থান পায়।তাই এই সাফল্যের জন্য তাদের হাতে সংবধনা দেয় বলমিরী এলাকার জন প্রতিনিধিরা।