বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ফের পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল কয়লা পাচার। একেবারে দক্ষিণ ভারতের সুপার হিট সিনেমা “পুষ্পা দ্য রাইজ” সিনেমার মতো। সিনেমায় হিট, আবার বাস্তবেও হিট। এই সিনেমায় একটি ডায়লগ আছে যা খুবই জনপ্রিয় হয়েছে। সেই ডায়লগটি হল “ঝুকে গা নেহি”। অনুরূপভাবে এখানে দুবরাজপুর থানার পুলিশেরও তাই অবস্থা। এরাও কয়লা পাচারকারীদের কাছে ঝুকে গা নেহি। উল্লেখ্য, পুষ্পা সিনেমায় পুলিসের চোখে ধুলো দিয়ে চন্দন কাঠ পাচার করছিল চোরাকারবারীরা। কিন্তু এখানে চোরা কারবারীরা মিনারেল ওয়াটার ওপরে রেখে নীচে কয়লা পাচার করছিল। তাই বীরভূম জেলার দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই নজরদারি চালাচ্ছিল। আজ দুপুর দুটো নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের দরবেশ মোড়ে একটি বোলেরো পিক আপ ভ্যানে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে দেখা যায় ওপরে মিনারেল ওয়াটার এবং নিচে কয়লা ভর্তি। চালক সহ গাড়িটি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। কয়লার পরিমান আনুমানিক ৫ টন এবং বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে কয়লা কোথা থেকে কোথায় যাচ্ছিল। উল্লেখ্য, এর আগেও দুবরাজপুর থানা এবং সদাইপুর থানার পুলিশ কয়লা বোঝাই গাড়ি আটক করেছে।