মনিরুল হক, কোচবিহার: এলআইসি শেয়ার হোল্ডার বিক্রি করে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে নামলো বীমা নিগমের কর্মচারীরা। এদিন কোচবিহার শহরের সুনীতি রোডে অবস্থিত এলআইসি-র অফিসের সামনে বিক্ষোভ দেখান কর্মচারিরা।
জানা যায়, এলআইসি শেয়ার হোল্ডার কেন্দ্রীয় সরকার কর্পোরেট সংস্থাগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে, আর এই অবস্থায় সোচ্চার হয়েছে এলআইসি কোচবিহার। এদিন তারা দু’ঘণ্টার ওয়াক আউট ধর্মঘট পালন করেন। সেই সাথে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়। বিভিন্ন বেসরকারি সংস্থা গুলিকে এলআইসির লগ্নি চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এদিন হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে মুখে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিমা সংস্থার কর্মীরা।