ভ্রাম্যমাণ রক্তদান শিবির দুবরাজপুরে।

0
240

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা পূরণে আজ ৪ মে, বুধবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলার দুবরাজপুর বিজ্ঞান কেন্দ্র ও সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুবরাজপুর মালঞ্চ অনুষ্ঠান ভবনের কাছে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, ডাক্তার শ্যামাপ্রসাদ মিশ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দুবরাজপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক তন্ময় দে, সভাপতি চিন্ময় গোপাল মণ্ডল, সদস্য মধুসূদন মন্ডল, জীবন কুমার সরকার, সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সায়ন দাঁ সহ অন্যান্য সদস্যরা। এই শিবিরে মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, বিজ্ঞানমঞ্চ একের পর এক নানা ধরনের সামাজিক কাজ করে চলেছে। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে রক্তের চাহিদা পূরণ হবে যা রোগীদের প্রাণদান করবে। বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল জানান, এই মুহূর্তে জেলায় রক্তের ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু তবুও আমরা রোগীদের রক্তের যোগান দিচ্ছি রক্তদান শিবিরের মধ্য দিয়ে। অন্যদিকে দুবরাজপুর বিজ্ঞান মঞ্চের পক্ষে মধুসূদন মণ্ডল জানান, মানুষকে বিজ্ঞান মনস্কতা, একাধিক বিষয়ে সচেতনতার পাশাপাশি রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি।