সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ঝাঁটিপাহাড়ি এক সময় রাইসমিল এবং তেল কলের জন্য প্রসিদ্ধ ছিল।
অনেক শ্রমিক, কর্মচারী সেখানে কাজ করতেন।
বর্তমানে সেই রাইস মিল এবং তেল কল গুলির অবস্থা খুব খারাপ।
কাজ হারিয়েছেন অনেকে।
এই অবস্থায় পুনরায় রাইস মিল ,তেল কল গুলি সুষ্ঠ ভাবে চালানোর ,শ্রমিকদের কাজ দেওয়ার দাবিতে ছাতনা থানার ঝাঁটিপাহাড়ির এক বেসরকারি রাইস মিলে কনভেনশনে মিলিত হয় বাম পন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ এর প্রায় ২০০ জন শ্রমিক।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ ছাতনা থানা কমিটির সম্পাদক প্রদীপ মল্লিক, গণ আন্দোলনের নেতৃত্ব পরেশ হাঁসদা, যুব ফেডারেশনের আহ্বায়ক সায়ন দীপ খান, শ্রমিক নেতৃত্ব শ্রীমতী মুর্মু, দুর্গাদাস বাউরী ও অন্যান্য নেতৃত্ব গণ।