সুদীপ সেন, বাঁকুড়া:- ০৫ ই মে ,২০২২ থেকে সারা রাজ্যের বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি তে শুরু হয় উন্নয়নের ১১ বছর উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান।
বাঁকুড়া জেলার শালতোড়া ব্লক প্রশাসনের উদ্যোগে সেই উপলক্ষ্যে ৫ ই মে কন্যাশ্রী মেয়ে দের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠান ৫ ই মে থেকে ২০ ই মে চলবে।
তাই শালতোড়া ব্লক প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দিন খাদ্য সাথী বিষয়ে পরিসেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শালতোড়া থানায় কন্যাশ্রী মেয়ে, স্বনির্ভর দলের মহিলা এবং লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের নিয়ে একটি সুদৃশ্য রঙ্গলি অঙ্কনের প্রতিযোগিতা হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শালতোড়া মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার , শালতোড়া থানার ওসি শুভাশিস হালদার , ডাব্লিউ, ডিও, ফুলেশ্বরী নাগ, পিডিও বিথুন সামন্ত এবং ব্লক ও থানার অন্যান্য আধিকারিক গণ।