গোসাবায় যুব তৃণমূল নেতা কে বেধড়ক মার,অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে।

0
405

সুভাষ চন্দ্র দাশ, গোসাবা : – যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রত্যন্ত গোসাবা বিধানসভার রাধানগর-তারানগর গ্রাম পঞ্চায়েতের বড় মোল্লাখালি এলাকায়। ইতিমধ্যে যুব তৃণমূলনেতার তরফ থেকে সুন্দরবন কোষ্টাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত শুরু করেছে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ। যদিও অভিযুক্তদের আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বৃহষ্পতিবার সন্ধ্যায় এলাকার যুবতৃণমূল নেতা হাসান মোল্লা রাস্তা দিয়ে রাধানগর-তারানগর পঞ্চায়েতের দিকে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় আচমকা বিজেপি আশ্রিত জনাকয়েক দুষ্কৃতি লোহার রড,লাঠি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করে। সেই সময় চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। স্থানীয়রা ওই যুবনেতাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় ছোট মোল্লাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানে যুব নেতার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা।
হাসান মোল্লার দাবী ‘এলাকায় তৃণমূল কংগ্রেস করি বলে বিজেপির এমন নৃৃশংস অত্যাচার।‘
যদিও ঘটনা প্রসঙ্গে এলাকার কোন বিজেপি নেতৃত্বের কোন মন্তব্য পাওয়া যায়নি।