জোড়া ছিনতাইয়ের ঘটনায় দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করল খরগপুর টাউন থানার পুলিশ।

0
256

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জোড়া ছিনতাইয়ের ঘটনায় দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করল খরগপুর টাউন থানার পুলিশ। গত পরশু দিন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় দুই মহিলার গলা থেকে শোনারচেন ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার খড়গপুর টাউন থানার পুলিশ কে.শুরাজ ও মোহাম্মদ জাবেদ দুই দুষ্কৃতীকে খড়্গপুরের বিএনআর গ্রাউন্ড থেকে এইদিন সকালে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। ছিনতাইয়ের সময় তাদের কাছে থাকা বাইকটি উদ্ধার করে পুলিশ। ধৃত দুই জনকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।