নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ইদানিংকালে বাড়ছে নারী নির্যাতনের মতো ঘটনা। চিন্তিত দেশের আমজনতা, চিন্তিত প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে পুলিশ প্রশাসন যদিও নারী নির্যাতন ঘটনায় প্রশাসনের গাফিলতির দিকে আঙ্গুল তুলেছে সমাজের একশ্রেণীর মানুষ। এরকম পরিস্থিতিতে নারী নির্যাতনের মোকাবিলায় মহিলাদের সাবলম্বী করে তোলার জন্য SFI বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে মহিলা সেলফ ডিফেন্স কোর্সের সূচনা করল বাঁকুড়া জেলার খাতড়া পাঁপুড়া পাওয়ার স্টেশনের মাঠে।
এই ক্যাম্প থেকে মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্য যেমন বিভিন্ন কৌশল শেখানো হবে তেমনি দেওয়া হবে বিভিন্ন বিষয়ে পাঠ। উদ্যোক্তারা মনে করেন এই ক্যাম্পে প্রশিক্ষিত হয়ে মহিলারা নিজেদের সম্ভ্রম রক্ষা করতে নিজেরাই লড়াই চালাতে পারবেন।