সুভাষ চন্দ্র দাশ,বারুইপুর – রাজ্যের প্রতিটি পুরসভাতেই ‘দুয়ারে পুরপ্রশাসন’কে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। মানুষকে আর পুরসভার দরজায় গিয়ে পরিষেবা নিতে হবে না। তাঁদের পুরভবনে আসার প্রয়োজন হবে না। অত্যাধুনিক টেকনোলোজির সাহায্যে তাঁরা সমস্ত পুরপরিষেবা বাড়িতে বসেই পাবেন। পুর প্রশাসন পরিষেবা নিয়ে তাঁদের দরজায় দরজায় হাজির হবেন। শুক্রবার বিকালে বারুইপুর পুরসভার নবনির্মিত পুরভবনের উদ্বোধন করতে এসে এমন কথা বললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বিরোধীদের নাম না করে একহাত নিয়ে বলেন, রাজ্যে এতো কাজ হচ্ছে তা দেখতে না পেয়ে যারা কুৎসা করছেন তাঁরা পিছিয়ে যাবেন। আর যারা কাজ করছেন তাঁরা মানুষের আশীর্বাদ পেতেই থাকবেন। তিনি জানান, এই শীততাপ নিয়ন্ত্রিত পুরভবন তৈরি করা হলেও আমি চাই মানুষকে পরিষেবা নিতে আর পুরভবনে যেন আসতে না হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে উলোট পুরান করে দেখিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষকে পরিষেবা পেতে সরকারি কার্যালয়ে ঘোরাঘুরি করার প্রয়োজন নেই। সরকারই পরিষেবা নিয়ে তাঁদের দুয়ারে পৌঁছাবে। পুর পরিষেবার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটাই করতে চাইছি। আর পরিষেবা নিতে মানুষকে পুরভবনে আসার প্রয়োজন নেই। দুয়ারে পুরপরিষেবা নিয়ে হাজির হবে পুর প্রশাসন।আগামী দিনে রাজ্যের সব পুরসভাতেই দুয়ারে পুরপরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। মানুষ জলের সংযোগ পেতে চাইলে অনলাইনে আবেদনের মাধ্যমে পেয়ে যাবেন। বিল্ডিং প্লান অনুমোদন করতে চাইলে তাও অনলাইনে আবেদনের মাধ্যমে পেয়ে যাবেন। অভিযোগ জানাতে চাইলে তাও অনলাইনে জানাতে পারবেন। পুর আধিকারিকরা তাঁর বাড়িতে ছুটে যাবেন। জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে অ্যাপ চালু করা হয়েছে। সবই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হবে। প্রয়োজনে বারুইপুর পুরসভা সেরকম কাজ করলে সেটা কপি করে কলকাতা পুরসভায় ব্যবহার করা হবে। কেএমডিএ থেকে বারুইপুর পুরসভার নতুন শীততাপ নিয়ন্ত্রিত প্রশাসনিক ভবনটি তৈরি করা হয়েছে। এদিন সেই ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জী। ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, পুরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপ পুরপ্রধান গৌতম দাস, জেলার পুলিশ সুপার পুষ্পা সিং, মহকুমা শাসক সুমন পোদ্দার সহ পুরপিতা ও মাতারা। অনুষ্ঠান শেষে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে আদালতের রায়ের বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আদালতের বিষয়ে কোন মন্তব্য করবো না। তবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে যা করা হলো তা অন্যায়। এদিন এই অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি তাঁর বক্তব্যে রাজ্যপাল তাঁর কাজ দিয়ে রাজ্যের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।