ব্যাঙ্কে প্রতারণ রুখতে বড় পদক্ষেপ গ্রহণ পুলিশের।

0
273

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :-  ইদানিং বিভিন্ন ব্যাঙ্কে এটিএম প্রতারণার খপ্পরের পড়ে সর্বস্য খুইয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন সাধারণ গ্রাহকরা। ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলো বারুইপুর পুলিশ জেলা।বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে শুক্রবার ক্যানিং মহকুমা এলাকার সমস্ত ব্যাঙ্কগুলো কে নিয়ে বিস্তারিত ভাবে সিকিউরিটি মিটিং হয় ক্যানিং থানাতে। উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস সহ
ক্যানিং, গোসাবা, বাসন্তী, সুন্দরবন উপকূল থানা, জীবনতলা ও ঘুঁটিয়ারী শরীফ এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার ও অন্যান্য ব্যাঙ্ক কর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের তরফ থেকে উপস্থিত ব্যাঙ্কের প্রতিনিধিদের সাইবার ফ্রড, এটিএম ফ্রড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার পদ্ধতি বিষয়ে বলে দেওয়া হয়।
এছাড়াও ব্যাঙ্কে আগত সমস্ত ব্যক্তিদের সঠিক পরিচয় পত্র পরীক্ষা করার ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে। পাশাপাশি ব্যাঙ্কের রেমিটেন্স নিয়ে চলাফেরা করার ব্যাপারেও সতর্কতা সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।
এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের নির্দেশ মানছে কি না,সেটা তদারকি করার জন্য স্থানীয় পুলিশকে সাথে নিয়ে নিয়মিতভাবে চলবে সিকিউরিটি অডিটও।