সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির।

0
281

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম ফলটু রাম দাস (৫৭), তার বাড়ি ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝার বেলতলী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে তিনটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তিনি, সেখানে সাপে কামড় দেয়, বিষয়টি গুরুত্ব না দিয়ে সকাল পাঁচটার দিকে নিজের উৎপাদিত ঢেঁড়স নিয়ে জটেশ্বর বাজারে যেতে উদ্যত হলে মাথায় ঝিম ধরে। তখন পরিবারের সদস্যের জানালে তড়িঘড়ি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ আলিপুরদুয়ারে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।