IIT র দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে মারুতি, আহত দুই,চাঞ্চল্য বেলদার আসদাতে।

0
250

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক খাকুড়দার রাজ্য সড়কের আসদা এলাকায়।ঘটনায় জানা যায় শনিবার খড়্গপুর থেকে একটি মারুতি গাড়ি ভাড়া করে খড়গপুর আইআইটির দুই পড়ুয়া দিঘা যাওয়ার সময় বেলদা থেকে খাকুড়দাগামী রাজ্য সড়কের আসদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ইঞ্জিন রিকশার পেছনে ধাক্কা মারে।ঘটনাস্থলেই গাড়িটির বামদিকের সামনের অংশের চাকা ফেটে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।সেইসঙ্গে ইঞ্জিন রিকশাটিও সামান্য ক্ষয়ক্ষতি হয়। আর এই ঘটনায় ইঞ্জিন রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন চালক খগেন দিন্দা।বাড়ি বেলদা থানার সরিষা এলাকার।সেই সঙ্গে আহত হন মারুতি গাড়ির ড্রাইভার শংকর মিশ্র। বাড়ি খড়্গপুর এলাকায়। তবে মারুতি গাড়ির ভেতরে থাকা দুই আইটি পড়ুয়া অক্ষত অবস্থায় ছিল বলে জানা গেছে।আর এই ঘটনার পর আহত দুই চালককে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় এক নার্সিংহোমে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ প্রশাসন।ইতিমধ্যে মারুতি গাড়ি ও তার ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা নাকি অন্য কিছু সে দিকেও নজর রেখেছেন পুলিশ প্রশাসন।