আবদুল হাই,বাঁকুড়াঃ সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলাতেও ‘অগ্নি নিরাপত্তা শিখুন, উৎপাদনশীলতা বাড়ান’ স্লোগানকে সামনে রেখে অগ্নিনির্বাপন ও জরুরী পরিষেবা দপ্তরের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। রবিবার খাতড়া অগ্নিনির্বাপন দপ্তরের পক্ষ থেকে ঐ কর্মসূচীর অঙ্গ হিসেবে এক বর্ণাঢ্য পদযাত্রা শহর পরিক্রমা করে। উদ্বোধন করেন খাতড়া থানার আই.সি প্রশান্ত দত্ত।
খাতড়া অগ্নিনির্বাপন দপ্তরের আধিকারিক অঞ্জন ব্যানার্জী বলেন, ৫ মে থেকে রাজ্য জুড়ে সচেতনতামূলক প্রচার চলছে। যা আগামী ৫ জুন পর্যন্ত চলবে। ঐ কর্মসূচীর অঙ্গ হিসেবে খাতড়াতেও জনসচেতনতামূলক পদযাত্রা হলো। আগামী দিনে এবিষয়ে জোরদার প্রচার চালানো হবে। মূলতঃ জনসচেতনতা তৈরী করা গেলেই অগ্নিকাণ্ডের ঘটনা কমবে। আর সেকারণেই জনসচেতনতা তৈরীতেই তাঁরা বেশী বেশী জোর দিচ্ছেন বলে তিনি জানান।
বাইট: অঞ্জন ব্যানার্জী (আধাকারিক, খাতড়া অগ্নি নির্বাপন দপ্তর)