পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যেকোনো সময়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বারতি নজরদারির জন্য শুরু হয়েছে টহলদারি, অন্যদিকে সমুদ্রগর্ভে যেসব মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, বিপর্যয় মোকাবিলার টিম ইতিমধ্যেই তাদের মহড়া শুরু করে ফেলেছে, সব মিলিয়ে কার্যত ঘূর্ণিঝড়ের আশংকায় আতঙ্কের মধ্যে রয়েছে সমুদ্র উপকূলবর্তী মানুষজন, অন্যদিকে সমুদ্রগর্ভ ফুলে-ফেঁপে উঠতে শুরু করেছে শুরু হয়েছে ঢেউয়ের তাণ্ডব, অন্যদিকে প্রশাসনের তরফ থেকে পর্যটকদের নিরাপত্তা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঘূর্ণিঝড় অশনির সচেতনতায় চলছে সমুদ্র সৈকত দীঘায় পুলিশ টহল গাড়ি নামানো হয়েছে...