থ্যালাসেমিয়া বিষয়ে সচেতন করতে পথে নামলো সমব্যথী।

0
320

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- প্রতি বছর ৮ মে সারাবিশ্বে থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও নানান আয়োজনে দিবসটি পালিত হয়। থ্যালাসেমিয়া রক্তের এমন একটি মারাত্মক রোগ যা শিশুরা বংশগতভাবে তাদের পিতা-মাতা থেকে পেয়ে থাকে। রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে থ্যালাসেমিয়া হয়। এর ফলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু করে অঙ্গহানি পর্যন্ত ঘটতে পারে। তাই আজ রবিবার বীরভূম জেলার দুবরাজপুরে সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সংস্থার সদস্যরা থ্যালাসেমিয়া বিষয়ে দুবরাজপুর থানা ও বাসস্ট্যাণ্ডে লিফলেট বিলি করেন এবং পথচারী ও বাসযাত্রীদের সচেতন করেন।