আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা এলাকার অতিপরিচিত সাংস্কৃতিক সংগঠন শুশুনিয়া ঐকতান, এলাকার মধ্যে সঠিক সাংস্কৃতিক সংগঠন লক্ষ্যে তারা নিয়মিত কাজ করে চলেছে। এবার কবিগুরু জন্মজয়ন্তী উপলক্ষে তারা বেছে নিয়েছে আমাদের সকলের প্রিয় শিশুপাঠ্য সহজপাঠ। তাদের মঞ্চসজ্জা উঠে এসেছে নন্দলাল বসু অঙ্কিত সহজ পাঠের বিভিন্ন ছবি। তাদের সমগ্র অনুষ্ঠানটি নাম রেখেছে কেয়ার অফ রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথ তাদের একমাত্র আশ্রয়স্থল। সহজপাঠ বিভিন্ন ছড়া পাঠ এর অংশ ছাড়াও এই দিন ঐকতানিক দ্বারা পরিবেশিত হয় রবীন্দ্রনাথের হাস্যকৌতুক ব্যঙ্গ কৌতুক থেকে সূক্ষ্ম বিচার এবং পেটে ও পিঠে।