তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন।

0
205

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের। জানা যায় ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী নারায়ন দে রবিবার রাত্রে তার বাড়ির লাগোয়া একটি বাগানবাড়িতে ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায়, এরপরে তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। যদিও দুষ্কৃতীদের ছোড়াগুলি তৃণমূল কর্মী নারায়ণ দের গলায় গিয়ে লাগে। দুষ্কৃতীদের গুলির শব্দে ছুটে আসে এলাকার লোকজন, ততক্ষনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর পরেই তড়িঘড়ি ওই তৃণমূল কর্মী কে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। যদিও তৃণমূল কর্মী কে গুলি করার ঘটনায় চাঁকদা দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাধন বিশ্বাস বলেন, নারায়ন দে চাকদার ১৮ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, তার পাশাপাশি সক্রিয় তৃণমূল কর্মী, দীর্ঘদিন ধরেই তৃণমূল দলটি করে আসছে। আমরা ঘটনা শুনতে পেরেই তাকে নিয়ে কল্যাণীতে চলে আসি এখন তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে। যদিও তৃণমূল কর্মী কে গুলি করার ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট করা যায়নি। তবে এই ঘটনার সাথে বিরোধী শক্তির যোগসাজশ আছে বলেই দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে তৃণমূল কর্মী কে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।