পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ২৫ শে বৈশাখ অর্থাৎ সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী, এই উপলক্ষে সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন করলো ব্লক তৃণমূল, এই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে, জন্ম জয়ন্তী উদযাপন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পাশাপাশি গ্রীষ্মের দাবদাহে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জানা গিয়েছে এই দিন এই রক্তদান শিবিরে প্রায় দুই শতাধিক রক্তদাতা রক্তদান করতে পারবেন, এলাকার খুদে শিল্পীর সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এক দিকে যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসব উদযাপন পাশাপাশি চলছে রক্তদান শিবির, সব মিলিয়ে এক কথায় বলা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে জম জমাট কোলাঘাট এলাকা। এই দিন উপস্থিত ছিলেন পূর্ব পাঁশকুড়ার বিধানসভার বিপ্লব রায় চৌধুরী এবং মেন্টর অসিত ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল জেলা ও ব্লকের নেতা কর্মীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কোলাঘাট ব্লক তৃণমূলের উদ্যোগে...