বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী পালন।

0
396

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন।কবিগুরুর জন্মজয়ন্তী রাজ্যজুড়ে পালিত হচ্ছে। তাঁর লেখা কবিতা, গানে, গল্পে ও নাচের মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশ-বিদেশেও পালন করা হয় কবিগুরুর জন্মদিন। তাই আজ সোমবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী পালন করা হল।এদিন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন পুষ্পার্ঘ নিবেদন করেন দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর পৌরসভার প্রধান করনিক সোমনাথ ধর সহ অন্যান্য কর্মীরা।