নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরোধ করার পর পুলিশ ও ব্লক প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সোমবার মাদোহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় বাঁশের ব্যারিকেট দিয়ে বিক্ষোভে সামিল হন কয়েকশো বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বহাল অবস্থায় পড়ে রয়েছে মির্জাপুর থেকে সোনঘাট যাওয়ায় ১২ কিমি রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জল কাদায় ভরে থাকে সমগ্র রাস্তাটি। যায় ফলে ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলার যোগ্য থাকে না। এনিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও কোনো সমাধান হয়নি। যায় ফলে এদিন ওই গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান।বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বামনগোলা থানার পুলিশ। ছুটে যান বিদিও রাজু কুন্ডু। পুলিশ ও বিডিও গ্রাম বাসীদের রাস্তা সংস্কার নিয়ে আস্বাস দেওয়ায় পরেই বিক্ষোভ তুলে নেন।
বাইট: জয়দীপ চক্রবর্তি(আইসি বামনগোলা থানা)
বাইট: গ্রামবাসী