নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সিবিআই ও হিউম্যান রাইটস এর নাম করে টাকা আনতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলো জয়পুর থানা পুলিশের হাতে এক ব্যক্তি। ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া পেট্রোল পাম্পের ঘটনা। জানা যায় গত চার-পাঁচ 2022 তারিখে পেট্রোল পাম্পের একটি বিজ্ঞপ্তি জারি করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যে পাম্পে তেল নেই জরুরিকালীন পরিষেবার জন্য কেবলমাত্র পেট্রোল পাওয়া যাবে। আর সেই সুযোগকে কাজে লাগে হিউম্যান রাইটস ও সিবিআইয়ের একজন আধিকারিক নিজেকে পরিচয় দিয়ে পেট্রলপাম্প এর মালিকের কাছ থেকে 40 হাজার টাকা চাই ওই ব্যক্তি ওই ব্যক্তির নাম জানতে পারা যায় ইসরায়েল মেদ্যা বাড়ি জয়পুর ব্লকের রাউত খন্ড গ্রাম পঞ্চায়েতের জাম দিগরি গ্রামের বাড়ি বলে জানতে পারা যায়। তিনি নিজেকে হিউম্যান রাইটস কর্মী বলে দাবি করেন এবং তার বাইকে হিউম্যান রাইটস এর লোগো ও লেখা দুই রয়েছে।গত চার-পাঁচ 2022 তারিখে 40 হাজার টাকা নেওয়ার পরও থেমে থাকেনি ওই ব্যক্তি তিনি আবারও গতকাল টাকা নিতে যায় পেট্রোল পাম্প সেই সময় তার আগের থেকেই পেট্রোল পাম্পের মালিক থানার দ্বারস্থ হন ।জয়পুর থানার পুলিশ তাঁকে ধরার জন্য আগে থেকেই জাল বিছিয়ে রাখে। ওই ব্যক্তি ওই এলাকায় যাওয়া মাত্রই হাতেনাতে পাকড়াও করে পুলিশ সাথে সাথে জয়পুর থানায় নিয়ে আসে ।আজ সোমবার জয়পুর থানার পুলিশ বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় বলে জানতে পারা যায়।