অশনি,যে কোন মুহূর্তে আছড়ে পড়তে পারে,মাইকিং করে সতর্কবার্তা।

0
288

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের নির্ঘন্ট জানিয়ে আগে ভাগেই সতর্ক করেছিল।তবে আবহাওয়া দফতরের ঘোষনার নির্দিষ্ট সময়ের আগে সোমবার সকাল থেকে চোখ রাঙাতে শুরু করেছে অশনি।সুন্দরবনের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত।যে কোন মুহূর্তে অশনি আছড়ে পড়তে পারে সুন্দরবন ভূখন্ডের ওপর। ফলে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হওয়ার কথাছিল।শুরু হয়েছে সোমবার থেকেই।
অশনি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন সতর্কবার্তা দিয়ে প্রচার পর্ব শুরু কয়ে দিয়েচে জোর কদমে।সতর্কবার্তা সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন পুলিশ প্রশাসনও।জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যদিও শঙ্কায় রয়েছে সমগ্র সুন্দরবনবাসী। কারণ বিগত দিনে সমস্ত রকম সরকারী পদক্ষেপ গ্রহণ করা হলেও আয়লা,ফণি,বুলবুল,আম্ফান,ইয়াস এর মতো প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছিল অপরিসীম ভাবে। যাআজও সুন্দরবন বাসীর হৃদয়ে ক্ষত চিহ্ন রয়ে গিয়েছে।এমত অবস্থায় জেলা প্রশাসনের পাশাপাশি অশনি নিয়ে এবার সতর্কবার্তা জনমানসে পৌঁছে দিয়ে সাবধানতা অবলম্বন করতে মাঠে নামলেন ১০০ দিনের কাজের শ্রমিকরা।সোমবার সকালে নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবুর মাতলা নদী সংলগ্ন বিভিন্ন গ্রামে মাইকিং করে সাধারণ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করেন। পাশাপাশি নদীবাঁধ সংলগ্ন এলাকা থেকে সরে গিয়ে যে কোন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়।অবশ্য ইতিমধ্যে বেশকিছু মানুষ নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন।