গোটা নদীয়া জেলা জুড়ে শুরু হয় ঝোড়ো হওয়া সাথে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ।

0
341

 নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অশনির প্রভাব গোটা নদীয়া জেলা জুড়ে। মঙ্গলবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ছায়া, বেলা একটু বেড়ে যাওয়ার সাথে সাথে নদীয়া জেলার বেশ কয়েকটি জায়গায় শুরু হয় ঝড়ো হাওয়া, পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও আবার শুরু হয় অতি ভারী বৃষ্টিপাত, শুধু ভারী বৃষ্টিপাত নয়, সাথে বজ্রবিদ্যুৎ। গতকালকেও গোটা নদীয়া জেলা জুড়ে ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে ক্ষতির মুখে পড়তে হয় ধান চাষীদের। একাধিক ধান চাষের জমিতে জল জমে যাওয়ার কারণে কৃষকরা সেই ধান কেটে জমির পাশে ঝেড়ে ফেলার ব্যবস্থা করে। মঙ্গলবারও একইভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আবারো ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে ধান চাষীরা এমনটাই ইঙ্গিত চাষীদের। তবে অশনির সংকেত পাওয়ার পর থেকেই আগেভাগে অনেক কৃষক তাদের ফসল কেটে ঘরে তুলে ফেলেছেন, কিন্তু এখনো অনেক চাষের জমিতে অনেক কাঁচা সবজি থেকে শুরু করে ধান রয়ে গেছে। মঙ্গলবারও যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাষীদের।