ঘূর্ণিঝড় অশনির আগে সব রকম ভাবে প্রস্তুত প্রশাসন, সংবাদমাধ্যমকে জানালেন রামনগর ১নং গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি

0
322

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ঘূর্ণিঝড় অশনির আগেই তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, সমুদ্র সৈকত দীঘা সহ পরবর্তী সমুদ্র সৈকত এলাকায় প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি শুরু হয়েছে, সাধারণ মানুষের সচেতনতা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য নামানো হয়েছে এনডিআরএফ টিম, তবে ঘূর্ণিঝড় আসার আগেই তৎপর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন চান্নেল রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, মঙ্গলবার দুপুরের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তিনি জানিয়েছেন ইতিমধ্যেই আমরা শুকনো খাবারের বন্দোবস্ত করেছি পাশাপাশি যেসব সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজন রয়েছে তাদেরকে রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যুদ্ধ কালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনিক কর্মকর্তারা, ইতিমধ্যেই ছুটি বাতিল করে দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের, সব মিলিয়ে একদিকে যেমন আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে পাশাপাশি তৎপর রয়েছে প্রশাসনের কর্মকর্তারা।