জলের দাবীতে ডেপুটেশন।

0
898

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়াঃ- পুরসভা অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে পানীয় জলের প্রবল সংকট মেটানোর দাবিতে আজ নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে 5 শতাধিক মানুষের গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র নিয়ে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের নিকট ডেপুটেশন দেওয়া হয়। গ্রীষ্মের প্রবল দাবদাহে পাড়ায় পাড়ায় যখন পানীয় জলের হাহাকার তখন পৌরসভা যথাযথ ভূমিকা পালন করছে না। এমনকি বিকল্প পানীয় জলের কোন ব্যবস্থা করেনি। তাই বাধ্য হয়ে এ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেওয়া হয়েছে। বিগত দিনেও পৌরসভার নানা দুর্নীতি নিয়ে এই নাগরিক প্রতিরোধ মঞ্চ সরব হয়েছিল বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা। আজকের কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে পৌরসভার গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। অনেকেই বক্তব্য রাখেন। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল চেয়ারম্যানের নিকট ডেপুটেশনে যান। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রতিরোধ মঞ্চের অন্যতম সদস্য লক্ষী নারায়ান সিনহা, শ্যামাপদ ব্যানার্জি, ধনঞ্জয় মাহাতো, শৈলেন বাউরী, বিষ্ণু শর্মা প্রমূখ।