নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। যার ফলে ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির
হামলার আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার সকালে জামবনি ব্লক এর ঝাড়খন্ড সীমান্তবর্তী বাকড়া গ্রামে হাতির হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয় । আহত ব্যক্তির নাম যোগেন মাহাতো। ওই এলাকায় কয়েকদিন ধরে বেশ কয়েকটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে একটি দাঁতাল হাতি যোগেন মাহাতো কে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে তার অবস্থা সঙ্কটজনক। যার ফলে হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। সোমবার সকালে হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছিল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে গণেশ সিং নামে এক ব্যক্তির। তার আগে গত শনিবার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া গ্রামে মিনি খিলাড়ি নামে এক মহিলার মৃত্যু হয়। গত বুধবার নয়াগ্রাম ব্লকের গোখুরপাল গ্রামে পূর্ণ চন্দ্র মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়। যার ফলে ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। যেভাবে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে তাতে ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। যার ফলে বনদপ্তর এর উপর মানুষের ক্ষোভ বাড়ছে। বনদপ্তর কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়ে দায় সারছে বলে গ্রামবাসীদের অভিযোগ ।একদিকে ফসলের ও ঘরবাড়ির যেমন ক্ষতি করছে হাতির দল তেমনি প্রাণহানির ঘটনাও ঘটে চলছে ঝাড়্গ্রাম জেলা জুড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঝাড়গ্রাম জেলায় হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।