দিনেদুপুরে লোকালয়ের মধ্যে থাকা একটি গাছের মগডালে আস্ত চিতাবাঘকে দেখে প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের বীরপাড়ার আপার বিরবিটি এলাকায়।

0
308

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দিনেদুপুরে লোকালয়ের মধ্যে থাকা একটি গাছের মগডালে আস্ত চিতাবাঘকে দেখে প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের বীরপাড়ার আপার বিরবিটি এলাকায়।চিতাবাঘটিকে পাকড়াও করতে ঘটনাস্থলে হাজির হয়েছেন জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও বীরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী।যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে, পুরো এলাকাটিকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।হাতের নাগালে চিতাবাঘকে চাক্ষুষ করতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ।তাঁদেরকে সামাল দিতে কালঘাম ছুটছে পুলিশের।শেষ খবর মেলা পর্যন্ত পাকড়াও করা যায়নি গাছে চড়ে বসা চিতাবাঘটিকে।তবে ঘুমপাড়ানি গুলি নিয়ে প্রস্তুত রয়েছেন বনকর্মীরা।