আবদুল হাই, বাঁকুড়াঃ একটা সময় ছিল যখন জনপ্রিয় নাচ গুলির মধ্যে ঘোড়া নাচ একটি অন্যতম জনপ্রিয় ছিল, বিশেষ করে রাঢ় বাংলায় কিন্তু কালের স্রোতে আধুনিক ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বিগত দিনের সেই জনপ্রিয় নাচ।
স্মৃতির অতল থেকে সেই ঘোড়া নাচ আবার যেন পুনরায় জীবন ফিরে পেল বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের দিয়াচাপড়ি গ্রামের কালীপূজায়। আজকের এই বিশেষ নাচের অনুষ্ঠানটি দেখতে এবং উপভোগ করতে ভিড় উপচে পড়ল কালী মন্দির চত্বর। এমনিতেও এই পূজাকে ঘিরে গ্রামের আট থেকে আশি মেতে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে তারপর লুপ্তপ্রায় একটি নাচের অনুষ্ঠান তারিয়ে তারিয়ে উপভোগ করল উপস্থিত দর্শক মন্ডলী। এই পূজা অনুষ্ঠানে আরেকটি বিশেষ আকর্ষণ লাঠি খেলা যা বিগত দিনে ধনী সম্প্রদায়ের মানুষ নিজেদের ধনসম্পত্তি এবং জীবন রক্ষার্থে অতি সাধারণ বাড়ির পুরুষদের লাঠি খেলা তে অভ্যস্ত করে ব্যবহার করত ঢাল হিসাবে কিন্তু লাঠি খেলা যে একটি সংস্কৃতির অঙ্গ সেটা প্রমাণ করলেন দিয়াচাপড়ি গ্রামের কালীপুজো উদ্যোক্তারা। এই দুটি অনুষ্ঠান কে ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।