মনিরুল হক, কোচবিহারঃ তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। যার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। তার বিপরীত হয়নি মাথাভাঙ্গাতেও।
এদিন মাথাভাঙা ১ নং ব্লক ও মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মাথাভাঙা বিডিও অফিস থেকে শিকারপুর পর্যন্ত মমতা ব্যানার্জি সরকারের উন্নয়নের প্লেকার্ড হাতে নিয়ে শুরু হয় র্যা লি।
এদিনের এই রেলিতে অংশগ্রহণ করেন মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা, মাথাভাঙা টাউন পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, বনভূমি কর্মদক্ষ মহেন্দ্র নাথ বর্মন, নারী-শিশু ত্রাণ ও সমাজকল্যাণ কর্মদক্ষ কল্যাণী রায়, অন্যান্য কর্মদক্ষদের মধ্যে কনিকা বর্মন, শান্ত বর্মন, মোকসেদুল হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য মনিমালা বর্মন সহ আইসিডিএস কর্মী ও সহায়িকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
রেলি শেষে ভিডিও সম্বল ঝা বলেন, গত ৫ তারিখ থেকে রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের ১১ বছর পূর্তি মানুষকে জানানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা এই কর্মসূচি ধারাবাহিকভাবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত চালিয়ে যাব। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে গোটা মাথাভাঙা ১ নং ব্লক জুড়ে।
রাজ্য সরকারের বেশকিছু জনমুখী কর্মসূচি যেমন লক্ষীর ভান্ডার দুয়ারের সরকার, পাড়ায় সমাধান, বাধ্যক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সাইকেল প্রদান, ছাত্র-ছাত্রীদের স্কলার্শিপ, শস্য বীমা প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, সমব্যথী, স্বাস্থ্যসাথী সহ নানাবিদ উন্নয়নমূলক কর্মসূচী মানুষের জন্য হাতে নিয়েছে তা বর্তমানে বাস্তবায়িত হয়েছে মানুষ সেটা ভোগ করছেন। তার জন্যই মানুষকে আরো বেশি বেশি করে এই কর্মসূচির গুলো কথা জানানোর জন্য এই বর্ষপূর্তি উৎসব শুরু করেছে রাজ্য সরকার,। একথা জানিয়েছেন মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন এবং কর্মদক্ষ মহেন্দ্র নাথ বর্মন ও কল্যাণী রায়।