বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন। তাই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের চিত্রায়ণ আর্ট একাডেমির কর্ণধার চিত্রশিল্পী তন্ময় সূত্রধরের পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হল দুবরাজপুর পাহাড়েশ্বর সংলগ্ন পাঁচ ফোড়ন অনুষ্ঠান ভবনে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ১১৬ জন অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সেরা ১০ জনকে বাছাই করা হয়েছে। তাই গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা ১০ জনকে পুরস্কার প্রদান করা হল। চিত্রায়ণ আর্ট একাডেমির কর্ণধার তন্ময় সূত্রধর জানান, এখানে আমরা কবি গুরুর স্মরণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এদিন আমরা সেরা ১০ জনকে পুরস্কার প্রদান করলাম। পাশাপাশি এখানে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। আমার মূল লক্ষ্য ছাত্র ছাত্রীদের মনোবল বাড়ানো।