জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িশহরকে আরও একধাপ এগিয়ে নেবার জন্য খুব তাড়াতাড়ি ফুটফাটউচ্ছেদ অভিযান হবে।এমন টাই ইঙ্গিত দিল জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটাজী।
জলপাইগুড়ি শহরের জলন্ত সমস্যা এখন দাড়িয়েছে ফুটফাট সমস্যা।কিছু কতিপয় ব্যবসায়ী নিজের স্বার্থ, চরিত্রাথ করতে নিজেদের দোকানের মাল ফুটফুটে রেখে নিয়মিত ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।আবার কিছু ব্যবসায়ী দোকান করার জন্য ফুটফাটের উপর নিজেদের ঠেলা কিংবা বিভিন্ন সামগ্রী রেখে ব্যবসা করছেন।ফলে চলাচলের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের।পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটাজী বলেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।