পাঁচ মাস থেকে বকেয়া বিল, নারী ও শিশু উন্নয়ন থমকে যাওয়ার পথে।

0
276

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার জলপাইগুড়ির ৯৫ টি আই সি ডি এস সেন্টারের কর্মীরা জলপাইগুড়ি স্থিত কার্যালয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হন, বিভিন্ন দাবি দাবার পাশাপাশি প্রতি মাসে সেন্টারের যে খরচ তা মিটিয়ে দেবার দাবি জানানো হয়,
এই প্রসঙ্গে এক কর্মী জানান, প্রায় পাঁচ মাস থেকে বিল পাওয়া যাচ্ছে না, সেন্টার গুলোতে যে খাবার শিশুদের দেওয়া হয় তা বাজার থেকে কেনা দুস্কর হয়ে পরেছে, এমন চলতে থাকলে আমাদের সামনে সেন্টার বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই।