মঞ্চ থেকে ফের বেলাগাম দিলীপ, তৃনমূলের নেতাদের পিছনে পেট্রল দেওয়ার নিদান।

0
258

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়ায় ফের বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আলুর দাম বৃদ্ধির জন্যে রাজ্য সরকারকে দায়ী করে মঞ্চ থেকেই তৃনমূল নেতাদের পিছনে পেট্রল দেওয়ার নিদান দিলেন দিলীপ ঘোষ। ভয় মুক্ত বাংলা,হিংসা মুক্ত রাজনীতির দাবি তুলে আজ বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে পদযাত্রা করে বাঁকুড়ার মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে সভা করেন দিলীপ ঘোষ। ওই সভার মঞ্চ থেকেই দিলীপ ঘোষ বলেন, আলু ১৫- ২০ টাকা থেকে আজ ৩৫ টাকায় পৌঁছে গেছে। আলু কী ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে। ৯০ টাকার পেট্রল যদি ১১৫ টাকা হয় তাহলে দাম বাড়ল ২০ থেকে ২৫ শতাংশ। আর আলু ১৮ টাকা থেকে ৩৬ টাকা হয়েছে। অর্থাৎ ১০০ শতাংশ দাম বেড়েছে। পেট্রল কেউ খায়না কিন্তু আলু সবাই খায়। এখন তৃনমূল নেতাদের ধরে পিছনে একটু পেট্রল দিয়ে দিন। দেখুন তারা কেমন দৌড় মারবে। আমরা ছোট বেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম।