পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– আত্মহত্যা নয়, আমাদের মূলস্রোতে ফিরিয়ে আনার বার্তা নিয়ে গোটা ভারতবর্ষ সাইকেল চালিয়ে সাধারণ মানুষকে বার্তা দিলেন উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার গুপসী এলাকার যুবক সঞ্জয় বিশ্বাস, গত ৩০ শে ডিসেম্বর এই বার্তা নিয়ে এবং মানবিকতায় সবার উপরে এই বার্তাকে তাকে সামনে রেখে পথ চলা শুরু হয়েছে তার, জানা গিয়েছে মানসিক চাপে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন সঞ্জয়, কিন্তু ভাগ্যক্রমে তার প্রাণরক্ষা হলেও মানসিক চাপ থেকে মুক্তি পারছিলেন না তিনি, অব শেষে এক বন্ধুর কাছ জানতে পারেন সাইকেল চালালে মানসিক চাপ থেকে অনেক টাই মুক্তি পাওয়া যায়, এই নিয়ে স্থানীয় এলাকায় সাইকেল চালিয়ে তিনি পরীক্ষা করেন আর তাতে সফল হন তিনি। এর পরেই সারা ভারত ভ্রমনের সিদ্ধান্ত নেন সঞ্জয়। তবে তার এই বার্তাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি বহু রাজ্য থেকে তিনি সম্বর্ধিত হয়েছেন। তবে আগামী দিনে সমাজের দিকে তাকিয়ে আবারো এই রকম কর্মসূচি গ্রহণ করবেন এমন টাই জানিয়েছেন সঞ্জয়। গতকাল বুধবার রাতে বাড়ি ফেরার পথে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় পৌঁছান এবং রাত্রিবাস করেন। এইদিন রাতে তাকে সম্বর্দ্ধনাও জানানো হয় পূর্ব পাঁশকুড়া বিধানসভা বিজেপির পক্ষ থেকে,। পাশাপাশি এইদিন সঞ্জয়ের পাশে থাকার বার্তাও দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। জানা গেছে আক বৃহস্পতিবার কোলকাতায় পৌঁছবেন এবং আগামী কাল তাঁর বাড়িতে পৌঁছবেন।সবমিলিয়ে তার এই সচেতনতা মূলক সারা ভারত সাইকেল যাত্রার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানুষ জন।