নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ১৮২০ ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেয় এক শিশু, পরবর্তীতে যিনি বর্তমান নার্স এই শব্দটির প্রকৃত মুখ বা পাইওনিয়ার হয়ে উঠে ছিলেন, যার নাম ফ্লোরেন্স নাইটঙ্গেল ডাক নাম এ লেডি উইথ লাম্প।
প্রতি বছর ১২ মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে।
বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ, নার্সিং ট্র্নিং সেন্টার সহ জেলা সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় আন্তর্জাতিক নার্স ডে।
এই উপলক্ষে নার্স দের পাইওনিয়ার ফ্লোরেন্স নাইটএঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয় এই মানবতার প্রতিককে, ওনার দেখানো সেবার পথে নিজেদের নিয়োজিত রাখার শপথ নেন কর্মীরা।
এই প্রসঙ্গে, জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট জানান, আজকের দিনে ওনাকে স্মরণ করে ওনার দেখানো পথে আমরা যেন আরো ভালো পরিষেবা দিতে পারি তারই প্রার্থনা করছি।