মনিরুল হক, কোচবিহারঃ রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বড়ইতলা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
অভিযোগ ওঠে, বুধবার রাতে ৮ থেকে ১০জনের একটি বাইক বাহিনী এসে লাঠি, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী চন্দ্রশেখর বর্মনকে। দ্রুত তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অভিযোগ,২১শের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসায় দীর্ঘ আট মাস ঘরছাড়া ছিল ওই বিজেপি কর্মী। সম্প্রতি মায়ের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।এই সুযোগেই তৃণমূল দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন।
নাককাটি গাছ অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জীব দাস বলেন, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোন ভাবে যুক্ত নয়। এখন বিজেপির মধ্যে অনেক গোষ্ঠী রয়েছে। নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। একেতো নিজেরা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে অপরদিকে গোষ্ঠী কোন্দল। তৃণমূলের এত সময় নেই উন্নয়ন বাদ দিয়ে অশান্তি করে বেড়াবে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায় মন্তব্য করে বলেন, সন্ত্রাস নির্মূলে আর কিছু করার নেই। সন্ত্রাস করে পৌরসভা জিতেছে, সামনে পঞ্চায়েত নির্বাচন তাই পুনরায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। আজকেরই ঘটনা তারই উদাহরণ।
তুফানগঞ্জ মহকুমার পুলিশ আধিকারিক যে জিম্বা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।