নদীয়া কল্যাণী AIIMS গেটের সামনে চাকরীর দাবিতে আন্দোলন করেন স্থানীয় চাকরী প্রার্থীরা।

0
381

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়া কল্যাণী AIIMS গেটের সামনে চাকরীর দাবিতে আন্দোলন করেন স্থানীয় চাকরী প্রার্থীরা।
আন্দোলন চলার সময় ভিতর থেকে কর্মীরা এসে বাধা সৃষ্টির অভিযোগ চাকরী প্রার্থীদের।
আজ AIIMS কল্যাণীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুভাষ সরকার।
আন্দোলনকারীদের দাবি তারা তাদের দাবি নিয়ে মন্ত্রীর সাথে দেখা করবেন বলে গেটের সামনে অবস্থান করেন। কিন্তূ সেই সময় ভেতর থেকে অন ডিউটি অবস্থায় কিছু কর্মী এসে তাদেরকে বাধা দেয় এবং বচসা তৈরি হয়।
AIIMS থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গাড়ি আটকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
AIIMS কল্যাণীর গেটের ঘটনা।
পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী কে আটক করা হয় । এই দিন সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হেনস্থা ও একজন সাংবাদিক আহত হন বলে অভিযোগ ।অভিযোগ জানানো হয় কল্যাণী পুলিশ প্রশাসনের কাছে ।