আবদুল হাই, বাঁকুড়াঃ বিশ্ব নার্স দিবস।
এই কথা টা বছরে একদিন মাত্র শোনা গেলেও পালিত হয় বছরের প্রতিটা দিনই। প্রসূতি যন্ত্রনার পর মা যখন তার সন্তান এর মুখ দেখতে পায় তখন পালিত হয় নার্স দিবস, কঠিন অসুখে যখন রোগী মর্মাহত তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করার পর পালিত হয় নার্স দিবস,রাত্রের পর রাত জেগে হাসপাতালের কোনো এক গুরুতর রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনে সকালে নিজের বাড়ি ফেরার পর পালিত হয় নার্স দিবস আবার ভালো মানুষ মন্দ মানুষ বিচার না করে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলার পর পালিত হয় এই বিশ্ব নার্স দিবস। প্রতিটি উহ্য দিবসের পরে আজকের দিনে যখন বিশ্ব দরবারে সম্মানিত জানানোর কথা হয় সেই নার্সদের ।
তাই আজ বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের কর্মীরা বেরিয়ে পড়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালএর পানে। বিশ্বের সকল নার্স সেবিকাদের উদ্দেশ্যে সামর্থ মত সম্মান তুলে দেন সেখানের প্রতিটি নার্সদের।
আপনাদের উদ্দেশ্যে একটাই কামনা, “শত রক্ত আপনারা কোনদিনও ভীত হননি আগামী দিনেও যেন ভগবান আপনাদের এরকমই সাহস দিতে থাকেন”। ভাল থাকুন সুস্থ থাকুন কারণ আপনারা সুস্থ না থাকলে আমরা সকলেই অসুস্থ।