নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- সাপে কাটার প্রতিষেধক বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজে মজুত রয়েছে এবং সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে গেলে সাপে কাটার প্রতিষেধক যে পাওয়া যায়, তা আরো একবার প্রমান করলো মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হবিবপুর ব্লকের দাল্লা গ্রামের পপি বিশ্বাস (৩২) নামক এক গৃহবধূকে বিষধর সাপে কামড়ে ছিল গত মঙ্গলবার। এরপর দেরি না করে রাতেই ওই গৃহবধূর মেডিকেল কলেজে ভর্তি হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু চিকিৎসার পরিসেবায় সাপে কাটা ওই গৃহবধূ বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এব্যাপারে ওই গৃহবধূ মেডিকেল কলেজের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
মালদার সর্পপ্রেমী নিতাই হালদার জানিয়েছেন , বিষধর সাপ কামড়ালে নিকটবর্তী সরকারি চিকিৎসা কেন্দ্রে গেলে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। কিন্তু অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে গুণী , ওঝাদের দ্বারস্থ হচ্ছেন। এটা ঠিক নয়। ওই গৃহবধূ সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন।