মনিরুল হক, কোচবিহার:- আজ কোচবিহারের খাগড়াবাড়ি মোড়ের জাতীয় সড়কে মূলত ৬ দফা দাবির ভিত্তিতে পথ অবরোধ করল কামতাপুর পিপলস অ্যাসোসিয়েশন (ইউ) এর সদস্যরা।
তাদের দাবিগুলো হলো কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি, কৃষি ঋণ মুকুব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি পঠন পাঠন ও শিক্ষক নিয়োগের দাবি, পাঠটা সরকারি দপ্তরে ৮০% কামতাপুরী বাবদ সংরক্ষণ, কামতাপুর ব্যাপক রাজ্য ও দ্রব্যমূল্য হ্রাস এবং রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে আজকে তাদের এই সড়ক অবরোধ।
এই বিষয়ে কামতাপুর পিপলস অ্যাসোসিয়েশনের কোচবিহার ডিসটিক কমিটির প্রেসিডেন্ট কংস রাজ বর্মন জানান, আমাদের এই ৬ দফা দাবি নিয়েই আজকে আমাদের এই প্রতীকী পথ অবরোধ। আধা ঘন্টা যাবত এই পথ অবরোধ চলবে। উত্তরবঙ্গে আট জেলায় যেভাবে সন্ত্রাস খুন এবং সন্ত্রাস চলছে তা বন্ধের দাবিতে এবং কৃষি ঋণ মুকুব দাবিতে আজকে আমাদের এই প্রতীকী পথ অবরোধ।