নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য এবং গ্যাসের সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ মিছিলে সামিল হলো ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেস। এদিন গ্যাসের সিলিন্ডার কে কাঁধে নিয়ে অভিনব পন্থায় মিছিলে শামিল হলেন শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জি সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। পেট্রোপণ্য এবং গ্যাসের সিলিন্ডারের যে মূল্য বৃদ্ধি ঘটিয়েছে বর্তমানের কেন্দ্রীয় সরকার, তা সাধারণ মানুষের নাগলের বাইরে।কিছুদিন আগে বাঁকুড়ায় এসে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেবার নিদান দেন। আজ ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকা প্রতিবাদ মিছিলে সামিল রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি জানান তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিলে তারা ছুটবে, দিলীপবাবুর কথা দিলীপ বাবুর কাছে বুমেরাং না হয়ে ফিরে আসে।তিনি এও জানান বিরোধি নেতা হলেও দিলীপবাবুর মুখের ভাষা সংযত হওয়া উচিত।দ্রব্যমূল্য এই ধরনের মুল্যবৃদ্ধিতে লাগাম না টানা হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবে এমনটাই জানান মিছিলে অংশগ্রহনকারীরা।
বাইট- জোৎস্না মান্ডি(খাদ্য প্রতিমন্ত্রী, পঃ বঃ সরকার)