বাঁকুড়ায় অমৃত জল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু।

0
249

সুদীপ সেন, বাঁকুড়া:-  অমৃত জল প্রকল্পে বাঁকুড়া পৌরসভার অধীন ২৫ হাজার ৫০০ বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের ব্যবস্থা করা হয়।

এর মধ্যে ১৩ হাজার ৫০০ বাড়িতে ইতি মধ্যেই দামোদর প্রকল্পের অধীন বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে।

রাজ্য সরকারের সহযোগিতায় বাঁকুড়া পৌরসভা বাকি থাকা ১২ হাজার বাড়িতে পানীয় জল পরিসেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করলো।

১৩ ই মে বাঁকুড়া পৌরসভার অধীন ১৪ নম্বর ওয়ার্ডে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেল এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলো।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, ভাইস চেয়ারম্যান হীরালাল চট্ট রাজ, এবং ১৩ এবং ১৪ নম্বরের কাউন্সিলর গণ।

এই প্রসঙ্গে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, বাঁকুড়া পৌরসভার অধীন সাড়ে পঁচিশ হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া তাঁদের লক্ষ্য মাত্রা।

প্রথম ধাপে সাড়ে তেরো হাজার বাড়িতে তা পৌঁছে গেছে।
দ্বিতীয় পর্যায়ের কাজ ১৩ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হলো , ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের বাকি থাকা নির্দিষ্ট বাড়িতেও এই পরিসেবা পৌঁছে যাবে।

তিনি জানান এটি অমৃত প্রকল্পের অধীন।